জাতীয়

কনে মার্কিন যুক্তরাষ্ট্রের আর বর বাংলাদেশি; বিয়ে হলো চাঁদপুরে

প্রেমের টানে নিজ দেশ ছেড়ে বাংলাদেশে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনস জিইনাবচন নামে কৃষ্ণাঙ্গ তরুণী। চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের যুবক শাহাদাত হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

শনিবার (৫ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই বিয়ে সম্পন্ন হয়।

প্রেমের টানে চাঁদপুরে এসে বিয়ের পিঁড়িতে মার্কিন তরুণী!

ওইদিন দুপুরে আশিকাটির রালদিয়া নিজ বাড়িতে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে শাহাদাত হোসেন আমেরিকার নাগরিক প্রেমিকা জনস্ জিইনাবচনকে ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শাহাদাতের স্বজনরা জানান, তার ছোট ভাই আবু জাফর সংযুক্ত আরব আমিরাত থাকা অবস্থায় প্রেমের সম্পর্ক গড়ে উঠে আমেরিকান কন্যা ফাতেমা মোহাম্মদ মুসার সঙ্গে। পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি আমেরিকা চলে যান। এরই সূত্র ধরে আবু জাফরের স্ত্রীর বান্ধবী জনস্ জিইনাবচন-এর সঙ্গে মালয়েশিয়া থাকা অবস্থায় শাহাদাতাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা বিয়ের পরিকল্পনা করে সম্প্রতি বাংলাদেশে আসেন। এরপর গ্রামের বাড়িতে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

প্রেমের টানে চাঁদপুরে এসে বিয়ের পিঁড়িতে মার্কিন তরুণী!

আমেরিকান তরুণীর গ্রামে আগমন ও বিয়ের সংবাদ জানতে পেরে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে বহু উৎসুক জনতা নবদম্পতিদের দেখতে ওই বাড়িতে ছুটে এসে ভিড় করছেন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button