আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বেডরুমে বিশ্রাম নিচ্ছেন বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবন দখলে নেওয়া বিক্ষোভকারী নেতারা দাবি করেছেন, দেশের এই দুই শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি পদত্যাগ না করা পর্যন্ত তারা ভবন দখলে রাখবেন। শনিবার বিক্ষোভ আন্দোলনের পর হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সরকারি বাসভবন দখলে নেয়।
ইতোমধ্য, রবিবার (১০ জুলাই) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবন দখলে নেওয়া বিক্ষোভকারীদের কিছু ছবি ভাইরাল হয়েছে। ভারতীয় গণমাধ‌্যম আনন্দবাজার পত্রিকা এ প্রতিবেদন প্রকাশ করেছে।
যেখানে তাদের খোশমেজাজে দেখা যায়। প্রেসিডেন্টের একটি বিলাসবহুল ঘরের নরম বিছানায় ঘুমাচ্ছেন কয়েকজন তরুণ বিক্ষোভকারী। যে পোডিয়াম থেকে প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, সেখানে ছোট ছেলেকে দাঁড় করিয়ে মোবাইলে ছবি তুলছেন বড়রা।
প্রেসিডেন্টের বেডরুমে ঢুকে খাটে জায়গা না পেয়ে নিজেদের মধ্যে বালিশ ছোড়াছুড়ি করে খুনসুটি ও কুস্তির ছবিও উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থার ক্যামেরায়। যেখানে দিন কয়েক আগে পর্যন্ত ঘুমোতেন রাজাপাকসে, সেখানেই হাত-পা ছড়িয়ে ঘুমোচ্ছে বিক্ষোভকারীরা।
প্রেসিডেন্টের ঘন সবুজ লনে দাঁড়িয়েও রীতিমতো পোজ দিয়ে সেলফি তুলতে দেখা গিয়েছে অনেককে। কেউ আবার প্রেসিডেন্টের প্রাসাদের রাজকীয় নার্সারি থেকে চারা গাছ তুলে নিয়ে গিয়েছেন। গোটা প্রাসাদ ঘুরে দেখতে দেখতে অনেককে ক্লান্ত হয়ে সোফায় জিরিয়ে নিতে দেখা গেছে। কেউ দিয়েছেন সোফায় পা ছড়িয়ে ঘুম। কিংবা সুইমিং পুলে

সাঁতারিয়ে জুড়িয়ে নিচ্ছেন ক্লান্ত দেহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button