রাজনীতি

খালেদা জিয়ার হার্টে ব্লক, পরানো হলো রিং

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে। আজ শনিবার (১১ জুন) দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম শুরু হয়।

দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয় বলে জানান তিনি।

এর আগে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, একুয়েট করোনারি হার্ট অ্যাটাক হয়েছে খালেদা জিয়ার।

সেটি পর্যবেক্ষণের পর অতি দ্রুত খালেদার হৃদযন্ত্রে এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয় মেডিকেল বোর্ড। একইসঙ্গে মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতেও বলেন তিনি।
এরআগে শুক্রবার ভোর রাত ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় হঠাৎ হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়ায় অসুস্থ বোধ করেন খালেদা জিয়া। পরে রাত ৩টা ২০ মিনিটের দিকে তাকে জরুরিভিত্তিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button