জাতীয়শিক্ষা

বাতিল হলো ঢাবির ঘ ইউনিটের পরীক্ষা

বাতিল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের পরীক্ষা। এর ফলে আগামী বছর থেকে আর এই ইউনিটে ভর্তি পরীক্ষা হবে না।

আশির দশক থেকে ঢাবিতে পাঁচটি ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা হয়ে আসছে। এর মধ্যে ঘ ইউনিটের মাধ্যমে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিকের বিভাগ পরিবর্তনের সুযোগ পেতেন শিক্ষার্থীরা। কিন্তু গত মার্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। ঘ ইউনিট থাকবে না। ফলে ইউনিটগুলোর নামও পরিবর্তন হয়ে যাবে।

২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ইউনিটগুলোর নাম হবে- বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট।

ঘ ইউনিট বাতিলের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমানোর জন্য এটি বাতিল করা হয়েছে। ঘ ইউনিট বাতিল করলেও চালু হতে যাওয়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মাধ্যমে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে শিক্ষার্থীদের।

উল্লেখ্য, আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। ঢাকাসহ সাত বিভাগীয় শহরে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button