জাতীয়

বাজেট অধিবেশন বসছে ৫ জুন

আগামী ৫ জুন বসতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশন।

এই অধিবেশনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে।

বুধবার (১৮ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী পাঁচ জুন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

চলতি অর্থবছরের বাজেট গত বছর ৩ জুন উপস্থাপন করা হয়েছিল। সেদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সরকারের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার ব্যয়ের ফর্দ সংসদে পেশ করেছিলেন, যা ৩০ জুন অনুমোদন করেছিল সংসদ।

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এর আগের দুই বছরের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত ছিল। এবারও কিছুটা স্বাভাবিকভাবে অধিবেশনটি চলতে পারে বলে জানা গেছে।

২০২২-২৩ অর্থবছরের বাজেট আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button