পি কে হালদারকে গ্রেফতার করায় ভারতকে ধন্যবাদ দেওয়া উচিত: হাইকোর্ট
পি কে হালদারকে গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত বলে মনে করেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
এ সময় পি কে হালদারকে গ্রেপ্তারের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট।
কোর্ট বলেন, মেসেজ আমাদের ক্লিয়ার। কোনো ধরণের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেওয়া হবে না। এসব দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। তারা কোনো ধরনের ছাড় পাবে না। দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস।
আদালত পি কে হালদার বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উত্তর চব্বিশ পরগনা জেলার অশোক নগরের একটি বাড়ি থেকে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের পর এক বিবৃতিতে ইডি বলেছে, হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে বসবাস করতেন।
ভারতের সংবাদমাধ্যম সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়ার পর আদালতে তুলে হালদারকে রিমান্ডের আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়। তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।