জাতীয়

প্রথমবারের মতো ঢাকায় বসবে কমনওয়েলথ বাণিজ্য ফোরাম

আগামী ১৩-১৪ সেপ্টেম্বর ঢাকায়, বাংলাদেশে প্রথমবারের মতো কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশ থেকে বড় ধরনের অংশগ্রহণ হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ নিজের সম্পর্কে অন্য দেশকে অবহিত করার পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ রোববার (১১ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেক দেশ থেকে অংশগ্রহণের জন্য নিশ্চয়তা পেয়েছি। আফ্রিকান দেশ যেমন নাইজেরিয়া, কেনিয়া, রুয়ান্ডা ও ঘানা থেকে প্রতিনিধি দল আসবে। যুক্তরাজ্য থেকে আমরা বড় একটি প্রতিনিধিদল আশা করছি।’

তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি বড় সুযোগ ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে দেখা। এটি সবার জন্য উইন-উইন পরিস্থিতি তৈরি হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানের জন্য তৈরি। বাংলাদেশের এফবিবিসিসিআই গত বছর বড় একটি আন্তর্জাতিক ব্যবসায়িক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশে ১০০টি অর্থনৈতিক জোন তৈরি করা হয়েছে। এর মধ্যে জাপান, চীন ও ভারতের জন্য বিশেষ জোন তৈরি করা হচ্ছে।’

রপ্তানি বৃদ্ধি পাচ্ছে এবং কানেক্টিভিটির কারণে নেপাল, ভুটান ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বাজার আগের থেকে দ্বিগুণ হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, বাংলাদেশের আগে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কেনিয়া, রুয়ান্ডা ও মাল্টাসহ অন্যান্য দেশে হয়েছে।

উল্লেখ্য, কমনওয়েলথ হলো ৫৬টি দেশ নিয়ে গঠিত একটি সংস্থা, যা অভিন্ন মূল্যবোধ দ্বারা একত্রিত। জনসংখ্যার দিক থেকে বিশ্বের এক-তৃতীয়াংশ এখানে বাস করে। ১৯৭২ সালে বাংলাদেশ ৩৪তম সদস্য হিসেবে কমনওয়েলথ যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button