জাতীয়

কারাগারে হলমার্ক জিএমের নারীসঙ্গ, ডেপুটি জেলারসহ প্রত্যাহার ৩

করোনা ভাইরাসের মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার অনুমতি নেই। কিন্তু চলতি মাসের শুরুতে কারা কর্মকর্তাদের সহযোগিতায় হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদের সঙ্গে এক নারীর একান্ত সাক্ষাতের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।  এ অভিযোগে ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইনসহ দুই জনকে প্রত্যাহার করেছে কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন।

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে তাদেরকে প্রত্যাহার করে কারা সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

প্রত্যাহারকৃতরা হলেন- ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইন, সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমান।

একইসাথে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট যেকোনও উর্দ্ধতন কর্মকরতাদেরকেও অতি দ্রুতই প্রত্যাহার করা হতে পারে বলে সূত্রটি নিশ্চিত করেছেন।

এছাড়াও দুটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।  প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত ডিসি (এডিএম) আবুল কালাম।

হলমার্ক গ্রুপের আড়াই হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির মামলার অন্যতম আসামি তুষার কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।

গত ৬ জানুয়ারি দুপুরে এক নারী কারাগারের কর্মকর্তাদের কক্ষ এলাকায় তুষারের সঙ্গে সাক্ষাৎ করেন। কর্মকর্তাদের সহযোগিতায় তাদের যাওয়া আসার দৃশ্য প্রধান ফটকের ভেতরের সিটিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর ওই ভিডিও নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে শুক্রবার ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।  তবে কারা কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button