আন্তর্জাতিক

সব ধরনের পাম ওয়েল রফতানি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

সব ধরনের পাম ওয়েল রফতানি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। খবর: আল-জাজিরা’র।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দেশের অভ্যন্তরে রান্নার তেলের সরবরাহ যাতে ‘যথেষ্ট থাকে এবং সাশ্রয়ী’ হয়, সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল-জাজিরা’ এক প্রতিবেদনে জানিয়েছে, গম ও সূর্যমুখী তেলের বিশ্বের অন্যতম বৃহত্তম উৎপাদনকারী দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান এরই মধ্যে খাদ্যপণ্যের দাম রেকর্ড উচ্চতায় ঠেলে দিয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়ার এই পদক্ষেপে ভোজ্যতেলের বিশ্ব বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে ।

পাম ওয়েল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত উদ্ভিজ্জ তেল, যা আইসক্রিম থেকে শুরু করে শ্যাম্পু তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান।

বর্তমানে সবচেয়ে বেশি পাম তেল উৎপন্ন হয় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button