রাজনীতি

নিউমার্কেটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ফখরুলের

নিউমার্কেটে শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ১ জনের প্রাণ হারানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নিউ মার্কেট সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় তিন ঘণ্টা নিষ্ক্রিয় ছিল। কোন কারণে আপনার নিষ্ক্রিয় ছিলেন? যে কারণে দেশের মানুষ নিহত হবে। যে কারণে একটি সমস্যা তৈরি হবে। যখন বিএনপি’র ছোটখাটো একটি কর্মসূচিকে প্রতিরোধ করার জন্য মুহূর্তের মধ্যে হাজার হাজার পুলিশ সেখানে জড়ো হয়।

বুধবার (২০ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি ফ্যাসিস্ট সরকারের কাজ হচ্ছে টিকে থাকতে মানুষের মনে ভীতির সঞ্চার করা। তাদের ক্ষমতায় থাকতে বড় উৎস গোটা সমাজে, গোটা রাষ্ট্রে একটি ভীতি-ত্রাসের সঞ্চার করে। এই ব্যর্থ অবৈধ আওয়ামী লীগ সরকার সেই ভাবেই এখন পর্যন্ত ক্ষমতায় টিকে রয়েছে।

“গুম খুনের প্রতিবাদে আমরা আন্দোলন করেছি। গুম হয়ে যাওয়া পরিবারগুলো আন্দোলন করেছে। এমনকি অনেকে জেনেভায় পর্যন্ত গিয়েছে হিউম্যান রাইটস কমিশনে। কিন্তু এখন পর্যন্ত সেই ভাবে কোন কার্যকরী ব্যবস্থা করতে পারে নি। তবে এরা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে; তা হলো র‌্যাবের ৭ জন কর্মকর্তাকে মার্কিন যুক্তরাষ্ট্রর নিষেধাজ্ঞা। তার প্রমাণ হচ্ছে ইউএস হিউম্যান রাইটসের যে রিপোর্ট, সেই রিপোর্টসে প্রত্যেকটি ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ভাবে তুলে ধরা। একই সঙ্গে দেশের যে কোনো বিচার ব্যবস্থা নেই সম্পূর্ণভাবে অধিকরণ করা হয়েছে; সেটার প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে কারাগারের নেওয়ার বিষয়ে সম্পূর্ণভাবে রাজনৈতিক ভাবে উল্লেখ করা।”

তিনি বলেন, আজকে এটা প্রমাণিত সত্য যে বাংলাদেশে গণতন্ত্র নেই। অপ্রমাণিত যে বাংলাদেশ একনায়কতন্ত্র চলছে, স্বৈরাচার চলছে। অবৈধ সরকার জবরদখল করে ক্ষমতায় বসে আছে। প্রমাণিত সত্য আজকে এখানে গুম করে খুন করে নির্যাতন করে মানুষকে কারাগারে পাঠিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে। এখন সময় এসেছে রুখে দাঁড়াবার সময়।

ফখরুল বলেন, সরকার আজকে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থ সরকার রাষ্ট্রকে দাঁড় করাতে চায়। কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে যে বিষয়টি সবচেয়ে বড় দেখা দিয়েছে কোথাও তাদের কোনো জবাবদিহিতা নেই। আজকে পুলিশকে জবাবদিহি করতে হয়না। অন্যান্য ডিপার্টমেন্ট গুলো আছে সেখানে কোন জবাবদিহি করতে হয় না। চুরি করে দুর্নীতি করে সেখানেও কোন জবাবদিহি করতে হয়না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমানের ১৫ বছরের আগের দুদকের একটি মামলা গতকাল রুজু করা হয়েছে। ডঃ খন্দকার মোশাররফ হোসেনের একটি মামলায় একই ভাবে অজু করা হয়েছে- বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “বাংলাদেশ এখন ছদ্দবেশী একদলীয় শাসন ব্যবস্থা চলছে। এখন তাদের (আওয়ামী লীগ) যে লক্ষ্য আগামীকাল নির্বাচনে কি করে তারা নিজেদের নিয়ন্ত্রণে নেবে, কি করে তারা আবার ক্ষমতায় আসবে সেই লক্ষ্যে তারা সমস্ত কাজ করা শুরু করেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button