বিনোদন

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন ১০৩ জন

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অবশেষে পূর্ণ সদস্যপদ ফিরে পেলেন চলচ্চিত্র শিল্পী সমিতির পদবঞ্চিত ১০৩ শিল্পী।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে তাদের সদস্যপদ ফিরে পাওয়ার ঘোষণা দেওয়া হয়।

সে সময় সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। সেই কমিটি তালিকা থেকে ১৮৪ জনকে ভোটাধিকার বাতিল করে কেবল সহযোগী সদস্য পদে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

গণমাধ্যমকে তিনি জানান, আগের কমিটির সিদ্ধান্তে ১৮৪ জন পূর্ণ সদস্যপদ হারিয়েছিলেন। তাদের মধ্যে ২০ জন মারা গেছেন, ১০৩ জনের পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি সদস্যদের খোঁজখবর এখনও পাওয়া যায়নি।

এর আগে ২০১৭-১৮ সালের শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের পর মিশা সওদাগর-জায়েদ খান কমিটি চলচ্চিত্রের অতিরিক্ত শিল্পীদের পূর্ণ সদস্যপদ বাতিল করেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button