বিনোদন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সংবর্ধনা দিলো বিটিভি

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২৫ জন শব্দ সৈনিককে সংবর্ধনা দিলো বাংলাদেশ টেলিভিশন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিটিভির ঢাকা কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আয়োজনে শব্দ সৈনিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক মো. সোহরাব হোসেন, ঢাকা কেন্দ্রের জিএম নাসির মাহমুদ, পরিচালক (প্রশাসন) মো. জহিরুল ইসলাম মিয়া, পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষসহ আরও অনেকে।

এদিন সংবর্ধনা দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন- মো. আবু নওশের, কামাল উদ্দিন আহমেদ, তিমির নন্দী, মনোয়ার হোসেন খান, মনোরঞ্জন ঘোষাল, মলয় কুমার গাঙ্গুলি, এম এ মান্নান, রেজাউল করিম, সৈয়দ মহিউদ্দিন হায়দার, মো. আজহারুল ইসলাম, সুজেয় শ্যাম, শিবু রায়, দেবু চৌধুরী, মালা খুররম, বুলবুল মহলানবীশ, শীলা ভদ্র, শিপ্রা রায়, নাসরিন আহমেদ, শাহীন সামাদ, রূপা ফরহাদ, গোলাম মর্তুজা প্রমুখ।

শব্দ সৈনিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন।

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধকে বেগবান করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা কালজয়ী গানগুলো গেয়ে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছিল। মহান মুক্তিযুদ্ধে এসব কণ্ঠ সৈনিকদের বিশেষ অবদানকে স্মরণ করেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করলো বিটিভি। ’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button