জাতীয়

কর্মহীন শিক্ষা শিক্ষিত বেকার শ্রেণী তৈরি করে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, কর্মহীন শিক্ষা ব্যবস্থা অভিজাত শিক্ষিত বেকার শ্রেণী তৈরি করে যা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাড়ায় । তিনি বলেন, শিক্ষা মানবকে রাষ্ট্রের সম্পদে পরিণত করে কিন্তু কর্মহীন শিক্ষা সকলের জন্য দায় হয়ে দাড়ায়।

বুধবার (৩০ মার্চ) রাতে কিশোরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান পরবর্তী আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে ডিজিটাল অর্থনীতি গড়ে উঠেছে। বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রাপ্তানি করা হচ্ছে।

আইটি খাতে আয় এক দশমিক ৩ বিলিয়ন ডলারে ছাড়িয়ে গেছে। ২০২৫ সালে এ আয় ৫ বিলিয়নে ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে। শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের মাধ্যমে দেশে বিপুলসংখ্যক দক্ষ আইটি প্রশিক্ষিত কর্মী গড়ে উঠবে। যারা দেশে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করবে। যার মাধ্যমে দেশের ডিজিটালাইজেশনও এগিয়ে যাবে।

তিনি এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৭৫ সালের ১৪ জুন বেতবুনিয়া স্যাটেলাইট আর্থ-স্টেশনের উদ্বোধন করে বিজ্ঞান ও প্রযুক্তিখাতে বাংলাদেশের পথচলার ভিত্তি রচনা করে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে তথ্য প্রযুক্তির বিকাশ ও ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে রূপকল্প ২০২১ ঘোষণা করেন। যার সফল বাস্তবায়নে দেশ এখন ডিজিটাল বিষয়ে অনেক এগিয়ে গেছে।

তিনি বলেন, ২০০৯ সালে দেশে মাত্র আট লাখ লোক ইন্টারনেট ব্যবহার করত। এখন ইন্টারনেট ব্যবহার করে ১২ কোটিরও বেশি মানুষ। ফলে শহর ও গ্রামের দূরত্ব কমে গেছে। বিশ্বের সবকিছু হাতের মুঠোয় চলে এসেছে। বর্তমানে বাংলাদেশে সক্রিয় ছয় লাখ ফ্রিল্যান্সার রয়েছে, যারা ঘরে বসে লাখ লাখ ডলার আয় করছে।

তিনি আইটি খাতে বিপুল সম্ভাবনার হাতছানির কথা উল্লেখ করে বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে আমাদের সামনে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।   এ জন্য চতুর্থ শিল্পবিপ্লবের অগ্রগামী দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। আর এর চ্যালেঞ্জগুলো মোকাবেলা ও সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা, পেশাজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি এ সময় অনলাইনের বিপদ সম্পর্কে সতর্ক করে বলেন, ই-কমার্স বা বিশেষ করে অনলাইনে ব্যবসা-বাণিজ্য যেমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, তেমনি এ অনলাইনের অপব্যবহার বাড়ছে। এ সুযোগে কিছু অসাধু ব্যাক্তি ও প্রতারক চক্র অনলাইন ডেলিভারির নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। কাজেই এখানে সম্ভাবনা ও প্রতারণা দুটোই হাতে হাত ধরে চলে। কাজেই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button