খেলাবিনোদন

বঙ্গবন্ধুকে নিয়ে এই প্রথম মঞ্চে গাইবেন অস্কারজয়ী এ আর রহমান

জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বানানো দুটি গান মঞ্চে সরাসরি প্রথবারের মতো গাইবেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার এ আর রহমান।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে, বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) এ আয়োজনে, আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ মেগা কনসার্ট।

এ আয়োজনে অংশ নিতে, শতাধিক সফরসঙ্গী নিয়ে এ আর রহমান এখন বাংলাদেশে অবস্থান করছেন।

জানা গেছে, বাংলাদেশী গীতিকার জুলফিকার রাসেল, বাংলা ও হিন্দি ভাষাতে গানগুলো লিখেছেন। আর এ আর রহমান বাংলা ও হিন্দি ভাষায় দুটি গানের সুর ও সঙ্গীত করেছেন। ‘বোলো জয় বঙ্গবন্ধু’ শিরোনামের হিন্দি গানটির ভিডিও গত বছর স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনের ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে প্রদর্শিত হয়। তবে গানটি আজ সরাসরি মঞ্চে গাইবেন তিনি। এ গানের সঙ্গে ‘আজও শুনি বজ্রধ্বনি’ গানটিও প্রথমবারের মত গাইতে পারেন এ আর রহমান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এ আয়োজনের নাম দিয়েছে ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’। বিকেল পৌনে ৬টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে।

তবে দর্শকরা বিকেল ৩টা থেকে নির্ধারিত টিকিট দেখিয়ে মাঠে ঢুকতে পারবেন।

স্টেডিয়ামের মূল মাঠে বসে সরাসরি কনসার্ট উপভোগ করতে পারবেন ১০ হাজার দর্শক। তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়াও ৫ হাজার টাকায় গোল্ড এবং ১০ হাজার টাকায় মিলছে প্লাটিনাম ক্যাটাগরির টিকিট।

অনুষ্ঠানে, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানস্থলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে পারেন বলে জানা গেছে।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) আয়োজিত, ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ মেগা কনসার্ট এ অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এ দিন বেলা ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের আশপাশ এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button