আন্তর্জাতিক

পাকিস্তানে ক্ষেপনাস্ত্র ছুড়লো ভারত

ভুলবশত পাকিস্তানের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে দুঃখ প্রকাশ করেছে ভারত।

দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবরঃ ডনের।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে এমন ঘটনা ঘটেছে, যা খুবই দুঃখজনক।

ওই ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারত।

বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে আরো বলা হয়, ৯ মার্চ নিয়মিত মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত ছোড়া হয়েছিল। ভারত সরকার ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

পাকিস্তান এ ঘটনার প্রতিক্রিয়ায় বলছে, ক্ষেপণাস্ত্রটি তাদের আকাশসীমার মধ্যে ৪০ হাজার ফুট উচ্চতায় ১০০ কিলোমিটারের বেশি উড়েছিল।

তবে মিসাইলটিতে কোনো ওয়ারহেড ছিল না বলে এটি বিস্ফোরিত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button