আদালতবিনোদন

শিল্পী কোনালের পুরস্কার বাতিলে হাইকোর্টে রিট

সংগীত শিল্পী কোনালের পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (৭ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়, এ রিটটি চলচ্চিত্র সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট খান জিয়াউর রহমান দায়ের করেন।

রিটে তথ্য মন্ত্রণালয় ও জুড়ি বোর্ডসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী খান জিয়াউর রহমান বলেন, কোনালের নাম তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রকাশ হওয়ার পর বেশ কিছু গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে এ বিতর্ক শুরু হয়।

তিনি জানান, শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে। এ ছবিতে ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় গায়িকা কোনাল। আর এই সিনেমার গানটি নিয়েই রয়েছে বিতর্ক।

পুরোনো একটি জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানের ব্রিজলাইন অনুমতি ছাড়া ‘বীর’ সিনেমায় ব্যবহার করা হয়। আর তা নিয়েই বিতর্ক উঠে শোবিজ অঙ্গনে।

উল্লেখ্য, ‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’-এ গানের ব্রিজলাইনটুকু নিয়ে ‘বীর’ সিনেমার জন্য নতুন করে গানটি তৈরি করা হয়েছে। গানটি লিখেছেন কবির বকুল। ভারতের সংগীত পরিচালক আকাশ সেনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button