আন্তর্জাতিক

ঝড় ইউনিসের আঘাতে ইউরোপে নিহত ৯

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে ইউরোপে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার ঝড়টিতে দুই লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর: আল জাজিরার ও বিবিসির।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাম্প্রতিককালে এমন বিধ্বংসী ঝড় ইংল্যান্ডে এই প্রথম।

যুক্তরাজ্যের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার যুক্তরাজ্যের দক্ষিনপশ্চিমাঞ্চলীয় জেলা কর্নওয়ালে আছড়ে পড়ে ইউনিস। যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশের ওপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার সময় কোনো কোনো এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২২ মাইলেরও বেশি।

জানা গেছে, যুক্তরাজ্য, আয়ারল্যান্ডস, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে নিহতের ঘটনা ঘটেছে, আর অধিকাংশই মারা গেছেন মাথার ওপর গাছ ভেঙে পড়ায়।

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে যুক্তরাজ্যের বেশিরভাগ এলাকা রেল চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঝড়ো হাওয়ার কারণে মোট ৪৩৬ টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দেশটি। এছাড়া ডোভার ও ক্যালিস নদী নৌ পরিবহন ব্যবস্থা স্থগিত করা হয়েছে।

ঝড়ের কবলে পড়া অপর দেশ নেদারল্যান্ডসও বাতিল করেছে ৩৯০ টি ফ্লাইট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button