জাতীয়লিড স্টোরি

সার্চ কমিটিতে তিন শতাধিক নাম প্রস্তাব

সার্চ কমিটিতে মোট ৩২৯ জনের নামের তালিকা জমা পড়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সার্চ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা জানান তিনি।

সচিব জানান, এ তালিকার মধ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৩৪ জন এবং বিভিন্ন ই-মেইলের মাধ্যমে ৯৯ জনের নাম প্রস্তাবে এসেছে।

তিনি বলেন, আজ বিশিষ্টজনদের দুটি বৈঠকে প্রায় সবারই মূল বক্তব্য ছিলো, এমন একটা নির্বাচন কমিশন সিলেক্ট করা যাতে সবার আস্থাভাজন হয় এবং ভালো একটা নির্বাচনের জন্য তারা পদক্ষেপ নিতে পারেন। তাদের সাজেশনগুলো নিয়ে আগামীকালকের বৈঠক করবে সার্চ কমিটি।

নামগুলো প্রকাশের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কমিটি পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে শনিবার সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি। প্রথম গ্রুপে ছিলেন ১৪ জন, পরের গ্রুপে ছিলেন ১১ জন বিশিষ্ট ব্যক্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button