কুমিল্লাকে হারিয়ে শীর্ষে বরিশাল
বিপিএলের সিলেট পর্বের শুরুর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের কাছে ৩২ রানে হেরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এ জয়েই কুমিল্লাকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বরিশাল।
আজ দিনের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলো ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস। কিন্তু তার সেই সিদ্ধান্তকে খুব একটা যথার্থ প্রমাণ করতে পারেননি বোলিং লাইনআপ।
বরিশালের হয়ে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বরিশালের ব্যাটাররা। প্রথম ৩ ওভারেই তুলে ফেলে ৩০ রান। তবে এরপরই হারাতে হয় ক্রিস গেইলকে। এবার বিপিএলে খুব একটা সুবিধা করতে না পারা গেইল এদিনও আউট হয়েছেন ৮ বলে ১০ রান করেই। তিন নাম্বারে নামা নাজমুল হোসেন শান্ত ৪ বলে ১রান করেই বিদায় নেন এই ব্যাটার। তবে বরিশালের আরেক ওপেনার মুনিম শাহরিয়ার ঝড় তুলেছিলেন ঠিকই। ২৫ বলে ৪৫ রানের ইনিংসে ছিলো ৪ চার আর ৩ ছয়ের মার।
আগের দুই ম্যাচেই টানা ম্যাচসেরা হওয়া সাকিব আজও তুলে নিয়েছেন নিজের অর্ধশত রান। ৩৭ বলে ৫০ রান করার পথে বিশ্বসেরা এই অলরাউন্ডার ৪ চার ও ২টি ছয় মারেন।
শেষমেশ হৃদয় অপরাজিত থাকেন ৩৭ বলে ৩১ রান করে। নির্ধারিত ২০ ওভার শেষে বরিশালের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৫৫।
১৫৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা। দলীয় ৬ রানেই আউট হন ওপেনার ইমরুল কায়েস। লিটন দাসও ফেরেন দ্রুতই। তিনে নামা মমিনুল হক কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন বটে। তবে অন্যদের ব্যর্থতায় সেই চেষ্টা আর কাজে লাগেনি।
নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১২৩ রানেই থামতে হয় কুমিল্লাকে। কুমিল্লার হয়ে নাঈম হাসান ৩ টি আর সাকিব ও ব্রাভো নেন ২টি করে উইকেট।
দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করে টানা তিন ম্যাচে ম্যাচসেরার পুরষ্কার জিতলেন সাকিব আল হাসান।