জাতীয়

৪২০টি ব্রডগেজ ওয়াগন কিনছে সরকার

রেলওয়ের আধুনিকায়নের জন্য ভারতের একটি প্রতিষ্ঠান থেকে ২৩১ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৯৩৪ টাকা ব্যয়ে ৪২০টি ব্রডগেজ ওয়াগন কিনছে সরকার।

রোববার (৬ ফেব্রুয়ারি) রেলভবনে এ সংক্রান্ত চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান এবং ভারতীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ভাইস-প্রেসিডেন্ট প্রদীপ গুহ স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, এসব ওয়াগন স্টেইনলেস স্টিল বডি, উচ্চগতি সম্পন্ন বগি এবং অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম সংবলিত। এসবের মাধ্যমে সাধারণ ও বিশেষায়িত পণ্য কম খরচে ও কম সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানো যাবে।

রেলমন্ত্রী বলেন, রেলকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই রেলওয়েকে ঢেলে সাজানো হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের আত্মনির্ভরশীল, মর্যাদাকর দেশ গঠনে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

নূরুল ইসলাম সুজন বলেন, সারাদেশের রেল যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও রেল যোগাযোগ বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button