জাতীয়

গুমের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গুমের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত নয়।

শনিবার ৫ ফেব্রুয়ারি সকালে, মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। প্রতিটি উৎসবে আমরা এক সাথে মিলেমিশে থাকি। এটাই আমাদের দেশ। এটাই সরস্বতী পূজার বার্তা।

তিনি বলেন, দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ গুম হয় না। কেউ কেউ আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে। কিছু ভুল তথ্যের জন্য র‌্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

লবিস্ট নিয়োগে যারা বিদেশে টাকা পাঠিয়েছে তাদের পরিচয় শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বান্দরবানের রুমায় সন্ত্রাসীর গুলিতে এক সেনাসদস্য নিহত হওয়ার প্রসঙ্গে টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে কিছু সমস্যা আছে। সেনাবাহিনী কাজ করছে। এখানে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে। শান্তিচুক্তি অনুযায়ী সেনাবাহিনীর পাশাপাশি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Related Articles

Leave a Reply

Back to top button