বিনোদনসাহিত্য ও বিনোদন

মৃত্যুর ৩১ বছর পর একুশে পদক পেলেন গীতিকার নজরুল ইসলাম বাবু

১৯৯০ সালে ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন কালজয়ী গীতিকার নজরুল ইসলাম বাবু। “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ কিংবা ‘আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে, এই গানগুলির জন্য জনপ্রিয় তিনি। মৃত্যুর ৩১ বছর পর এসে মরণোত্তর একুশে পদক পেলেন এই গীতিকার।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে সংস্কৃতি অঙ্গনে সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন নজরুল ইসলাম বাবু।

নজরুল ইসলাম বাবু ১৯৪৯ সালের ১৭ জুলাই, জামালপুর জেলার মাদারগঞ্জের চরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে তৎকালীন সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্রনেতা হিসেবে বেশ নামডাক করেছিলেন তিনি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আত্মগোপন করে চলে যান ভারতে। সেখানে মুক্তিযোদ্ধা হিসেবে ক্যাম্পে যোগ দেন।দেশ স্বাধীন হলে তিনি আবার লেখাপড়া, সাহিত্য ও সংগীতচর্চা শুরু করেন।

তার লেখা জনপ্রিয় গানের মধ্যে আরোও রয়েছে- সবকটা জানালা খুলে দাও না, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, ডাকে পাখি খোল আঁখি, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, আমায় গেঁথে দাও না মাগো,  কাল সারারাত ছিল স্বপ্নের রাত, কতো যে তোমাকে বেসেছি ভালো।

Related Articles

Leave a Reply

Back to top button