আন্তর্জাতিক
বিষাক্ত কোকেনে আর্জেন্টিনায় ১৭ জনের মৃত্যু
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে মারা গেছে কমপক্ষে ১৭ জনের । এ ঘটনায় কমপক্ষে আরও ৫০ জনের বেশি অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটির বুয়েন্স এইরেস প্রদেশে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্স।
প্রদেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রী সার্জিও বেরনির মুখপাত্র বলেন, বুয়েন্স এইরেস প্রদেশে সবচেয়ে বেশি মানুষ ১৭ জন মারা গেছেন এবং ৫০ জন হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী কয়েকজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কোকেনের দাম কমাতে মাদক ব্যবসায়ীরা একধরনের ভেজাল পদার্থ মেশানো হয়েছিল। এ ঘটনার পর ওই কোকেন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্প্রতি যারা কোকেন বা অন্য মাদক কিনেছেন, তাদের সেবন করা থেকে বিরত থাকতে বলেছে কর্তৃপক্ষ।