আন্তর্জাতিক

তুরস্ক-গ্রিস সীমান্তে প্রবল ঠান্ডায় নিহত ১২

প্রবল ঠান্ডায় গ্রিস সীমান্তবর্তী তুরস্কের এরদিন প্রদেশের ইপসালা শহরের কাছে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান স্যোলু টুইটারে তুরস্কের উত্তর-পশ্চিম অঞ্চলে ১২ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, অনেকের গায়ে ছিলোনা জামা। পায়ে জুতাও ছিলো না। প্রবল ঠান্ডার মধ্যে খোলা আকাশে নিচেই তাদের মৃত্যু হয়। এক জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি। নিহতেরা ২২ জনের একটি দলের সঙ্গে ছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, গ্রিসের সীমান্তরক্ষীরা শরণার্থীদের আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিয়েছেন। গ্রিসের সীমান্ত পেরিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল ২২ জনের দলটি।

টুইটারে ঘটনাস্থলের একাধিক ছবি পোস্ট করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান স্যোলু। গ্রিস নিহতদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button