খেলা

বঙ্গবন্ধু ম্যারাথন ১০ জানুয়ারি, অংশ নেবেন ২০০ দৌড়বিদ

আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ মাল্টিপারপাস কমপ্লেক্সে এ তথ্য জানান আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান জানান, আগামী ১০ জানুয়ারি ভোর ৫টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, গুলশান-১ পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চর্তুদিক ঘুরে হাতিরঝিলেই শেষ হবে এই ম্যারাথন। এ কারণে ওইদিন দুপুর পর্যন্ত হাতিরঝিলের রাস্তা বন্ধ থাকবে। এ বিষয়ে কাজ করবে ডিএমপি।

এতে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকায় রয়েছে, মরক্কো, কেনিয়া, ইউক্রেন, ইথিওপিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মেক্সিকো, ফ্রান্স, স্পেন, ইতালি, বাহরাইন ও আলজেরিয়া। সাফ দেশগুলোর মধ্যে ফুল ম্যারাথনে অংশ নেবেন অন্তত ৩০ জন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা উল্লেখযোগ্য।

ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এবারের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগী হিসেবে রয়েছে আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, ট্রাস্ট ইনোভেশন লিমিটেড এবং নেটওয়ার্ল্ড বাংলাদেশ লিমিটেড। টেকনিক্যাল সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন।

আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান জানান, এ বছর এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের ২০০ জন দৌড়বিদ অংশ নেবেন। তাদের মধ্যে ১০০ জন ফুল ম্যারাথন এবং ১০০ জন হাফ ম্যারাথনে অংশ নেবেন। এরই মধ্যে ৩০ জন এলিট রানার নিবন্ধিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button