আন্তর্জাতিক

ফিলিপাইনে সুপার টাইফুনে মৃত্যু বেড়ে ৭৫

ফিলিপাইনে সুপার টাইফুন ‘রাই’-র আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। খবর: এএফপি, এনডিটিভি

নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার কাজ চলছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্ব দ্বীপগুলিতে আঘাত হানে সুপার টাইফুন।

নিহতদের মধ্যে দেশটির জনপ্রিয় পর্যটন স্পট বোহোলে শহরেই ৪৯ জনের মৃত্য হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সুপার টাইফুনে বিদ্যুতের অসংখ্য খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে। ৩০ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিধ্বস্ত এলাকায় এখন উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে তিন লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button