ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি।
বেশ কিছুদিন ধরে বদলে গেছে জাতীয় ফুটবল দলের মাঠের পারফরম্যান্স। দারুন ছন্দে আছে জেমি ডের শিষ্যরা। তারই প্রতিফলন ফিফা র্যাঙ্কিংয়েও।
গতকাল প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ৯২০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৪। সেপ্টেম্বরের র্যাঙ্কিংয়ে ৯১২ পয়েন্ট নিয়ে ১৮৭ নম্বরে ।
গত এক মাসে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর দুটি ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ, অন্য দুটি বিশ্বকাপ বাছাইপর্বে কাতার ও ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও বাছাইপর্বে কাতারের কাছে হেরেছে বাংলাদেশ। আর কলকাতায় ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে ড্র করেছে।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিপক্ষে ড্র করা ভারত দুই ধাপ পিছিয়ে ১০৬ নম্বরে নেমে গেছে ।
র্যাঙ্কিংয়ের শীর্ষে বেলজিয়াম। ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ড ধরে রেখেছে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান। আর্জেন্টিনা একধাপ এগিয়ে নবম স্থানে আছে।