খেলা

রিয়াল ছাড়ছেন জিদান

এই মৌসুমের পর, চুক্তির দুই বছর বাকি থাকতেই রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ছাড়ছেন ক্লাবটি।

সম্প্রতি এমনই ইঙ্গিত মিলছে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের কথায়।

রিয়াল মাদ্রিদে থাকা নিয়ে জিদান বলেন, এখানে আমার একটা চুক্তি আছে। কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারেন না, পরে কী হতে যাচ্ছে।

পরের মৌসুমে কী হতে পারে এ প্রসঙ্গে এখন কিছুই বলতে রাজি নন জিদান।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদে ২০৯ ম্যাচে ১১টি শিরোপা জিতেছেন জিনেদিন জিদান। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জেতা কোচ মিগুয়েল মুনোজও যা পারেননি। তিনি ১৪টি ট্রফি জিতেছেন ৬০৫ ম্যাচে। অথচ এমন সাফল্যের পরেও স্প্যানিশ ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন জিদান!

শোনা যাচ্ছে, ক্লাবের আরেক সাবেক রাউল গঞ্জালেস আগামী মৌসুম থেকে দায়িত্ব সামলাবেন রিয়াল মাদ্রিদেদের। যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের রিজার্ভ টিমের দায়িত্বে।

অন্যদিকে, জিদান রিয়াল ছেড়ে দিলে তাঁকে টার্গেট করতে পারে জুভেন্টাস। কারণ পিরলোর কোচিংয়ে ইদানিং একদমই সুখে নেই তুরিনের ক্লাবটি। আবার ইউরোর পর ফ্রান্সের জাতীয় দলের দায়িত্বও উঠতে পারে বছর আটচল্লিশের জিদানের হাতে।

খবর: ডেইলি মেইল (Daily Mail)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button