জাতীয়

আজ পাওয়া যাবে নতুন ভাড়ার চার্ট

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে চলমান ধর্মঘটের প্রেক্ষাপটে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভাড়া বাড়ানোর পর সারাদেশের বাস ও টার্মিনালের কাউন্টারগুলোতে মঙ্গলবার নতুন ভাড়ার চার্ট দেওয়া হবে।

ভাড়ার তালিকা পাঠাতে দেরীর কারণ হিসেবে বিআরটিএ’র চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার জানিয়েছেন, রোববার সন্ধ্যায় বৈঠকে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি হয়েছে। সেজন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে।

নতুন ভাড়ার যে চার্ট চূড়ান্ত করা হয়েছে এর চেয়ে বেশি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন নূর আহমেদ মজুমদার।

এদিকে বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার ঢাকার রাস্তায় এবং দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভাড়া নিয়ে যাত্রীদের নানা অভিযোগ পাওয়া গেছে।

রাজধানীর খিলক্ষেত এলাকার বাসিন্দা আলতাফ হোসেন এ নিয়ে বলেন, আগে গুলিস্তান থেকে খিলক্ষেতের ভাড়া ছিল ২৫ টাকা। আজ ধর্মঘট শেষে ভাড়া ৪০ টাকা রাখছে। বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৫০ টাকা আদায় করা হচ্ছে।

যাত্রীদের অভিযোগের ব্যাপারে বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, ভাড়ার বিষয়টি নজরদারির জন্য তাদের প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।

নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। তাতে দেখা যাচ্ছে, দূরপাল্লার একজন যাত্রীকে প্রতি পাঁচ কিলোমিটারে ১ টাকা ৯০ পয়সা বেশি ভাড়া দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button