খেলা

অবসরের ঘোষণা দিলেন ব্রাভো

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সুপারস্টার ডোয়াইন ব্রাভো।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচ বাকি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচ খেলে ১৮ বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ইতি টানবেন দুই বারের বিশ্বকাপজয়ী এ পেস অলরাউন্ডার।

শ্রীলংকার বিপক্ষে ২০ রানে ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে। ম্যাচের পর আইসিসির ব্রডকাস্ট প্রোগ্রামে এসে ব্রাভো অবসরের ঘোষণা দেন।

তিনি বলেন, আমি মনে করি সময়টা চলে এসেছে। আমার খুব ভালো ক্যারিয়ার কেটেছে। ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বছর প্রতিনিধিত্ব করতে পেরেছি। ওঠা-নামার মধ্যে সময় কেটেছে। কিন্তু পেছনে ফিরে তাকালে আমি ক্যারিবিয়ানদের সফলতার সঙ্গে প্রতিনিধিত্ব করার গৌরব দেখতে পাই। তিনটি আইসিসি ট্রফি জয় সত্যিই গৌরবের।

ওয়ানডেতে ব্রাভোর জাতীয় দলে অভিষেক হয় ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সাদা পোশাকে ৪০ টেস্টে ৩ সেঞ্চুরিতে তার রান ২ হাজার ২০০ রান। ডানহাতি পেস বোলিংয়ে উইকেট নিয়েছেন ৮৬টি। ২০০৪ আসরের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন অভিষিক্ত এ অলরাউন্ডার।

ওয়ানডেতে ব্রাভো সর্বশেষে খেলেন ২০১৪ সালে। ১৬৪ ম্যাচ খেলে এই সংস্করণে দুই সেঞ্চুরিতে ২ হাজার ৯৬৮ রানের পাশাপাশি নিয়েছেন ১৯৯টি উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯০ ম্যাচ খেলেছেন ব্রাভো। ৪টি অর্ধশতকের পাশাপাশি করেছেন এক হাজার ২৪৫ রান। উইকেট নিয়েছেন ৭৮টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button