জাতীয়

নথি হারানোর ঘটনায় সিআইডি কার্যালয়ে নেয়া হয়েছে ৬ জনকে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ক্রয়সহ বিভিন্ন নথি হারানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে হেফাজতে নিয়েছে সিআইডি।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

যাদের সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা হলেন- বাদল, বারী, জোসেফ, ফয়সাল, আয়শা এবং মিন্টু।

এর আগে, তদন্তের সময় সবার আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙুলের ছাপ নেয়া হয়।

এদিকে, নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. শাহ আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা) মো. আহসান কবীর এবং উপসচিব (চিকিৎসা শিক্ষা-১) মোহাম্মদ আবদুল কাদের।

গতকাল শনিবার (৩০ অক্টোবর) ১৭টি ফাইল হারানোর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button