আন্তর্জাতিকখেলা

ভারতকে হারানোর খুশিতে পাকিস্তানে গুলি ছুড়ে উদযাপন, গুলিবিদ্ধ ১২

১০ উইকেটের বিশাল ব্যবধানে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়ে, খুশিতে বন্দুকের গুলি ছুড়ে উদযাপন পাকিস্তানের। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে পুলিশের এক উপ-পরিদর্শকও আছেন। খবর: জিও টিভি।

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, রবিবার রাতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ জয়ের পরপরই রাস্তায় নেমে আসেন উল্লসিত পাকিস্তানিরা। নেচে-গেয়ে, বাজি পুড়িয়ে বিজয় উদযাপন করে। সে সময় গুলি ছুড়ে পাকিস্তান দলের বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায়।

এর মধ্যে ওরাঙ্গিতে অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে আহত হন অন্তত দুজন।

স্থানীয় পুলিশ জানায়, গুলশান-ই-ইকবাল এলাকায় ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় উপ-পরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।

উল্লেখ্য, গতকাল রবিবার রাতে, পাকিস্তান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ে। ভারতের সঙ্গে জয় না পাওয়ার পাকিস্তানের দীর্ঘ দিনের এ আক্ষেপ ঘুচলো, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে।

Related Articles

Leave a Reply

Back to top button