আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ১৬ নভেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

প্রায় দেড় বছর পর পশ্চিমবঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (২৫ অক্টোবর) উত্তরবঙ্গের জেলাগুলোর প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি নিজেই তোলেন। বলেন, আগামী ১৬ নভেম্বর থেকে খুলবে রাজ্যের স্কুল, কলেজ।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৪ তারিখে কালীপূজা। ৬ তারিখে ভাইফোঁটা। ১০ আর ১১ তারিখ ছটপূজা। ১৩ তারিখে জগদ্ধাত্রী পূজা। তাই যা করতে হবে ১৫ তারিখের পর থেকে করতে হবে। ১৬ তারিখই স্কুল-কলেজ খোলার ব্যাপারে নির্দেশ দেন তিনি।

আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলোর প্রয়োজনীয় জীবাণুমুক্তকরণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button