জাতীয়

রোমের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১.৪০ মিনিটে রোমের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ। সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ৮-৯ অক্টোবর রোমে অনুষ্ঠিত হবে প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্স। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে কনফারেন্সে অংশগ্রহণ করবেন─ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, জাফর আলম এবং সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম।

এরপর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে ১৭ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আদিবা আনজুম মিতা এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করবেন।

স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তার সফরসঙ্গী হয়ে ঢাকা ত্যাগ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button