জাতীয়

সীতাকুণ্ডে বিস্ফোরণ: ডিএনএ পরীক্ষায় ৮ জনের পরিচয় শনাক্ত

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনায় নিহত ১৪ জনের মরদেহের পরিচয় ডিএনএর মাধ্যমে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বাকি লাশগুলোর ডিএনএ টেস্ট এখনো চলমান রয়েছে। এর ফলে নতুন শনাক্ত হওয়া ৮ জনসহ এখন পর্যন্ত মারা যাওয়া ৩৬ জনের লাশের পরিচয় শনাক্ত হলো।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ২২ লাশের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে।

নিহতরা হলেন, ডিপোর গাড়িচালক আক্তার হোসেন, মোহাম্মদ শাহজাহান, বলভেট অপারেটর মনির হোসেন, ইলেকট্রিশিয়ান মো. রাসেল, কাভার্ডভ্যানের হেলপার মোহাম্মদ সাকিব, ডিপোর আইসিটি সুপারভাইজার আবদুর সোবহান প্রকাশ আবদুর রহমান, লরি চালক আবুল হাশেম ও বাবুল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিএম ডিপোর বিস্ফোরণের পর ২২ মরদেহের শরীর বিকৃত থাকায় এতদিন তাদের পরিচয় জানা যায়নি।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে বুথে বসিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবের টিম মরদেহের পরিচয় শনাক্ত করতে গত ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল।

উল্লেখ্য, গত ৪ জুন রাত সাড়ে ৯টায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। এ সময় রাসায়নিক ভর্তি একটি কন্টেইনার বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত ১০ জন ফায়ার ফাইটারসহ ৫১ জন মারা গেছেন। আহত হয়েছেন ২৩০ জনেরও অধিক মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button