জাতীয়লিড স্টোরি

তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে উচ্চ আদালত: কাদের

বিএনপি নেতাদের তত্বাবধায়ক সরকার গঠনের দাবির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে উচ্চ আদালত।

রবিবার (৩ অক্টোবর) পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লীজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠন করবেন।

একইসঙ্গে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতাদের বিশৃঙ্খলা সৃষ্টি না করে আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান তিনি।

এসময় পদ্মাসেতু প্রকল্পের মাওয়া প্রান্তে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ  ৮২৩ টি প্লটের মধ্যে ২০ টি দলিল হস্তান্তর করেন মন্ত্রী।

তিনি বলেন, পদ্মাসেতু প্রকল্পের উভয়পাড়ে মোট ৭ টি পুনর্বাসন সাইটে ৩ হাজার ১১ টি আবাসিক প্লট, ১০০ টি বাণিজ্যিক প্লট এবং ২০ টি বাণিজ্যিক স্পেশ রয়েছে।

সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৮ ভাগ, মূলসেতুর অগ্রগতি শতকরা প্রায় ৯৫ ভাগ এবং নদী শাসনের মোট অগ্রগতি ৮৫ দশমিক দুই পাঁচ ভাগ।

সেতু বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম এবং পদ্মাসেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button