আন্তর্জাতিক

নিজের নাচের ছবি প্রকাশ করে, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে সমর্থন জানালেন হিলারি ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, নাচের কারণে সমালোচনার মুখে পড়া ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনকে সমর্থন জানিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন হিলারি। সেসঙ্গে নিজের নাচের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। খবর: ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

গতকাল রোববার ওই টুইটার পোস্টে সান্না মারিনকে ট্যাগ করে হিলারি লিখেছেন, ‘নাচতে থাকুন’।

হিলারির ওই টুইটার পোস্টের সঙ্গে একটি ছবিও আছে। সেখানে একটি জনাকীর্ণ ক্লাবের ভেতরে মুখ ভরা হাসি নিয়ে হিলারিকে নাচতে দেখা গেছে। ছবিটি ২০১২ সালে হিলারির কলম্বিয়া সফরে তোলা। তখন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী খুব দ্রুত এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে টুইট করে লিখেন, ‘আপনাকে ধন্যবাদ হিলারি ক্লিনটন।’ আবার সেখানে একটি হার্টের ইমোজিও দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সান্না মারিন ও তার বন্ধুদের একটি পার্টিতে নাচতে ও

গাইতে দেখা যায়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন।
এ বিষয়ে অনেক সমালোচক বলেছেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে এমন আচরণ ঠিক নয়।

কিন্তু এখন হিলারি ক্লিনটনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরাও ফিনিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুষ্ঠানে নাচার অধিকারের পক্ষে কথা বলছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button