জাতীয়

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল আজ

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন কমিশনের ৮৬তম সভা । আজকের সভায় করোনার কারণে স্থগিত হওয়া দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণাসহ ও জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৬ এবং ৪৬ নম্বর মহিলা আসনের ভোটের সিদ্ধান্তও আসতে পারে বলে ইসির সূত্রে জানা গেছে।

ইসি জানায়, আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের ৮৬তম সভায় ইউপি, পৌরসভা ও সংসদীয় আসনের উপনির্বাচনসহ ছয়টি বিষয়ের ওপর আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্য চার কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এগুলো হচ্ছে- দ্বিতীয় ধাপের ইউপি ভোট, সিরাজগঞ্জ-৬ উপ-নির্বাচন, ৪৫ নম্বর মহিলা আসনের উপ-নির্বাচন, সপ্তম ধাপের পৌরসভা নির্বাচন, স্থানীয় সরকারের বিভিন্ন উপ-নির্বাচন ও বিবিধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button