সাহিত্য ও বিনোদন

প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদর্শিত হবে ‘মুজিব আমার পিতা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে প্রদর্শিত হবে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’। আগামীকাল থেকে চলচ্চিত্রটি টানা ৩ দিন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে।

রবিবার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রধানমন্ত্রীর লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে, সোহেল মোহাম্মদ রানার পরিচালিত, ৪৯ মিনিটের এ চলচ্চিত্রটিকে বলা হচ্ছে দেশের প্রথম ফিচার-লেংথ অ্যানিমেশন ফিল্ম।

সংবাদ সম্মেলনের আগে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরতেই এই চলচ্চিত্র নির্মাণ।

জানান, ‘বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর ও রাজনৈতিক দর্শনগুলো ছবিটির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ১ অক্টোবর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button