করোনাজাতীয়লিড স্টোরি

টিকা নিয়েছেন আরও ৩ লাখ ৭৮ হাজার ২১০ জন

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও তিন লাখ ৭৮ হাজার ২১০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৭৫৫ জন । আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪২ হাজার ৪৫৫ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ২৫ হাজার ৬০ জন ও নারী এক লাখ ১০ হাজার ৬৯৫ জন। আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ১৮৮ জন ও নারী ৬৪ হাজার ২৬৭ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকাগ্রহীতার সংখ্যা তিন কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ১১৫ জন‌। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা দুই কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা এক কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২ জন।

বুধবার পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ৪৫ লাখ ১৮ হাজার ২৬৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button