আন্তর্জাতিক

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান তালেবানের

আফগানিস্তানের নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান।

শুক্রবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, ইসলামি আমিরাতের জনস্বাস্থ্য মন্ত্রণালয় কেন্দ্র ও প্রদেশের সব নারী কর্মীকে তাদের কর্মক্ষেত্রে নিয়মিত উপস্থিত থাকার পরামর্শ দিচ্ছে।

তিনি আরও জানান, দায়িত্ব পালনের সময় ইসলামি আমিরাতের পক্ষ থেকে কোনোরকম বাধার সম্মুখীন হবেন না তারা।

১৫ আগস্ট অনেকটা রক্তপাতহীন লড়াইয়ের মধ্য দিয়ে কাবুল দখলে নেয় তালেবান। এরপর থেকে চরম বিশৃঙ্খলা তৈরি হয় দেশটিতে। ভয় আর আতঙ্কে হাজার হাজার নারী শিশুসহ আফগান নাগরিক দেশ ছাড়তে ভিড় করেন বিমানবন্দরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button