আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০
ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভেনেজুয়েলায়। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৭ জন। খবর: আল জাজিরার।
বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যম জানায়, ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় মেরিদা প্রদেশে এ ঘটনায় প্রায় ১২শ’র বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। আশংকা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে, এখনও বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কিছু এলাকায়।
মেরিদার ৮০ জনের মতো ফায়ার সার্ভিসকর্মী এবং ৬০ জন সিভিল প্রোটেকশন কর্মকর্তা জরুরি উদ্ধার কাজে নিয়োজত রয়েছেন। এছাড়া স্বেচ্ছাসেবীরা যুক্ত হয়েছেন এতে।