খেলা
৫০ আফগান নারী অ্যাথলেটকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া
প্রখ্যাত খেলোয়াড়দের সুপারিশের পর, আফগানিস্তানের ৫০ জনের বেশি নারী অ্যাথলেট এবং তাদের নির্ভরশীলদের উদ্ধার করেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে। খবর ডেইলি সাবাহ’র।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেয়ার পর এই উদ্ধার অভিযান শুরু করে অস্ট্রেলিয়া। এক সপ্তাহের বেশি সময় ধরে নিজ দেশের নাগরিক এবং কাবুলের তাদের দূতাবাসের সাবেক কর্মীদের উদ্ধার করছে দেশটি।
এ পর্যন্ত প্রায় ১ হাজার মানুষকে উদ্ধার করেছে অস্ট্রেলিয়া।