আন্তর্জাতিক

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে, মনোনীত করা হয়েছে ইসমাইল সাবরি ইয়াকুবকে।

মুহিউদ্দিন ইয়াসিন সোমবার পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে ইস্তানা নেগারা থেকে স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মালয়েশিয়ার সুলতান আবদুল্লাহ আহমদ শাহের আয়োজনে দুই ঘণ্টার আলোচনার পর শুক্রবার এ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (২১ আগস্ট) দুপুরে আড়াইটায় দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুব শপথ নেবেন।

বিবৃতিতে, শ্চিত করেছেন, ইসমাইলের ১১৪ জন সাংসদের সমর্থন ছিল, যা তাকে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল, এবং যোগ করেছিল যে তাদের ১১৪ জনই তাদের সমর্থন নিশ্চিত করেছে।

রয়্যাল হাউসহোল্ডের নিয়ন্ত্রক দাতুক আহমদ ফাদিল শামসুদ্দীন নিয়োগ প্রসঙ্গে বলেন, সরকারকে অবশ্যই স্বাস্থ্য সংকট মোকাবিলায় প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন যে এটি অবিলম্বে দেশের রাজনৈতিক ঝামেলার অবসান ঘটাবে। “মহামান্য এও আশা করেন যেসব সংসদ সদস্যরা তাদের রাজনৈতিক এজেন্ডা সরিয়ে রাখবেন এবং মহামারি মোকাবিলায় ঐক্যবদ্ধ হবেন, দেশ ও জাতির স্বার্থে। খবর: বার্তা সংস্থা রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button