আন্তর্জাতিক

আফগানিস্তান পতাকা তালেবানবিরোধী বিক্ষোভ, গুলিতে নিহত ৩

আফগানিস্তানের জালালাবাদ শহরে তালেবানের পতাকা নামিয়ে জাতীয় পতাকা উড়িয়ে তালেবানবিরোধী বিক্ষোভ বের হয়। এতে গুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন । [ রয়টার্স ]

দুই জন প্রত্যক্ষদর্শী ও একজন সাবেক পুলিশ কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বুধবার জালালাবাদ শহরের একটি চত্বরে স্থানীয়রা দেশটির জাতীয় পতাকা উড়ানোর চেষ্টা করলে তালেবান যোদ্ধারা তাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। সেখানে তিন জনের মৃত্যু হয়।

আলজাজিরার সাংবাদিক রক ম্যাকব্রাইড কাবুল থেকে জানান, ‘’তালেবান দখল নেওয়ার পর থেকে তারা আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে তালেবানের পতাকা টানিয়ে দিচ্ছিল। আমরা কাবুলেও এটা দেখেছি। অনেকেই তালেবানের এ আচরণে নাখোশ। তারপর তারা মেনে নিয়েছে। কিন্তু জালালাবাদের লোকজন তা মেনে নেয়নি। সেখানকার লোকজনের একটি বড় অংশ এর প্রতিবাদ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে শ খানেক লোক পতাকা হাতে নিয়ে রাস্তায় বিক্ষোভ করছেন।

পরে তারা জালালাবাদের গুরুত্বপূর্ণ স্কয়ারে আবারও জাতীয় পতাকা টানিয়ে দেন এবং এ নিয়ে তখন তালেবানের সঙ্গে সংঘর্ষ হয়। গোলাগুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button