জাতীয়

দুর্নীতির বিরুদ্ধে সচিবদের কঠোর অবস্থানে থাকার নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে সচিবদের নির্দেশনা দিয়েছে ।

বুধবার (১৮ আগস্ট) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিব সভা নিয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

সরকারি কর্মচারীদের দুর্নীতির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এবং এ বিষয়ে আমরা দুর্নীতি দমন কমিশনকে ক্লিয়ার মেসেজ দিয়েছি। আমরা বলেছি যার যার সেক্টরের বিষয় তারাই দেখবেন। প্রধানমন্ত্রীও নিজেও পয়েন্টআউট করেছেন এগুলো সচিবদের দায়িত্ব। কারণ সচিবরাই এর প্রিন্সিপাল অফিসার। সুতরাং যদি ইমোরাল প্র্যাকটিস হয়, মিসইউজ হয়, অবহেলা হয় তাহলে সেগুলো প্রত্যেক সচিবকেই দেখতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার বিষয়টি কার্যকর করা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই এটি সম্ভব হবে। গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন ভিন্ন গ্রাউন্ডে। একটা কন্ডিশন দেয়া হয়েছে চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্ট করা হবে। কিন্তু গতকাল আলোচনায় আসছে এটা যাতে প্রতিবছর একবার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button