আন্তর্জাতিক

কাবুল দখলের দ্বারপ্রান্তে তালেবান, আফগানিস্তানে পৌঁছেছে মার্কিন সেনা

মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই আফগানিস্তানে একের পর এক এলাকা দখল করছে তালেবান। ইতোমধ্যে কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে পৌঁছে গেছে তারা। তাই খুব শিগগরিই কাবুলের পতন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে আফগানিস্তান পৌঁছেছে মার্কিন সেনাদের অগ্রগামী একটি দল। দেশটিতে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে আনতে সেখানে গেছে তারা। মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ হাজার সৈন্যের প্রথম দলটি শনিবার কাবুলের কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, মার্কিন গোয়েন্দা এক প্রতিবেদনে জানিয়েছিল যে, ৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান। তবে আশঙ্কা করা হচ্ছে, গোয়েন্দাদের ধারণার আগেই কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যেতে পারে।

ইতিমধ্যে, আফগানিস্তানের মোট ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টির দখল নিয়েছে তালেবানরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button