করোনাজাতীয়লিড স্টোরি

আজ থেকে বিধিনিষেধ শিথিল, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা

টানা ১৯ দিনের লকডাউন শেষে আজ থেকে শিথিল হলো কঠোর বিধিনিষেধ। আজ বুধবার (১১ আগস্ট) সকাল থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। চলছে গণপরিবহন।

করোনার সংক্রমণ কমাতে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই সারা দেশে কঠোর লকডাউন কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদ ঘিরে ১৫-২২ জুলাই ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। যার মেয়াদ শেষ হবে ৫ আগস্ট। পরে আরও ৫ দিন লকডাউন বাড়িয়ে তা ১০ আগস্ট পর্যন্ত করা হয়।

শেষ ধাপের বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ রাখা হলেও গত ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প কারখানাগুলো খুলে দেয়া হয়।

আজ থেকে স্বাভাবিক করা হয়েছে সব কিছুই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button