জাতীয়

মডেলকাণ্ডে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে: সিআইডি প্রধান

মডেলকাণ্ডে সিআইডি যাদের জিজ্ঞাসাবাদ করছে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিআইডি প্রধান বলেন, আলোচিত নায়িকা পরীমনি, পিয়াসা ও মৌ- এদের বিভিন্ন কাণ্ডে জড়িত বেশ কয়েকজনকে ডাকা হয়েছে। এরমধ্যে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কয়েকজনের নাম এসেছে।

এখনই নামগুলো না লিখার জন্য গণমাধ্যমকে অনুরোধ করেন তিনি। বলেন, তদন্ত শেষ হলে নামগুলো আমরাই জানাব।

সিআইডি প্রধান আরও বলেন, আমরা অভিযুক্ত সবার বাসায় অভিযান চালিয়েছি। আমরা তিনটা জিপ, একটা বিএমডব্লিউ, একটা মাজদা ও একটা ফেরারি গাড়ি জব্দ করেছি। মোবাইল জব্দ করেছি৷ আমরা চেষ্টা করব নির্দিষ্ট সময়সীমার মধ্যে সবগুলো মামলার তদন্ত শেষ করতে। তবে অনলাইন, পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় এসবের সঙ্গে জড়িত অনেকের নাম এসেছে। এরকম খণ্ডচিত্র এলে অনেকের সম্মানহানি হয়।

তিনি বলেন, আটটি মামলা তদন্ত করছে সিআইডি। এ ঘটনায় আসামি রয়েছে ১০ জন। তাদের মধ্যে আমাদের কাছে আছে আটজন। রিমান্ড শেষ হলে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button