আন্তর্জাতিকজাতীয়

রোহিঙ্গা সংকট নিরসনে আসিয়ানের ‘হস্তক্ষেপ’ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ দেশে প্রত্যাবাসনে পদক্ষেপ গ্রহণে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার ৮ অগাস্ট, ৫৪তম আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) দিবস উপলক্ষে আসিয়ান-ঢাকা কমিটি আয়োজিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। আসিয়ান-ঢাকা কমিটির সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মিশন প্রধানরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় ড. মোমেন বলেন, রাখাইন রাজ্যে কোনো ধরনের সহিংসতা হচ্ছে না জানা সত্ত্বেও অনিশ্চয়তা ও বিশ্বাসের অভাবহেতু বিগত চার বছরে এ দেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের কোনো বাস্তুচ্যুত নাগরিক তাদের দেশে ফিরে যাননি।

‘রোহিঙ্গা শরণার্থীদের আস্থা ফিরিয়ে আনা ও অনিশ্চয়তা দূর করার পাশাপাশি তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানভুক্ত দেশগুলোকে এক সঙ্গে কাজ করা উচিত বলে মত দেন পররাষ্ট্রমন্ত্রী।’

তিনি সতর্ক করে বলেন, এ দেশে এই বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের উপস্থিতি দীর্ঘায়িত হলে, তা শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং আসিয়ানসহ গোটা অঞ্চলের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা, আর্থসামাজিক ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হবে।

আসিয়ান পূর্ববর্তী সাফল্য ও ভবিষ্যৎ সুযোগের মধ্যে দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতে ইচ্ছুক এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে চায়।

প্রাথমিকভাবে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ এর মধ্য দিয়ে এটা শুরু করা যেতে পারে এবং এটা ভবিষ্যতে সম্পূর্ণ ডায়ালগ পার্টনারশিপ এর পথ সুগম করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button